Khoborerchokh logo

কুষ্টিয়ায় স্কুলের নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন করলেন মাহফবুব উল আলম হানিফএম পি 85 0

Khoborerchokh logo

কুষ্টিয়ায় স্কুলের নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন করলেন মাহফবুব উল আলম হানিফ এম পি

কুষ্টিয়া থেকে,ওয়াহিদুজ্জামান অর্ক:
শুক্রবার বিকাল চারটার সময় কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল  ইউনিয়নের আবু আবদুল্লা মাধ্যমিক বিদ্যালয়ের নতুন  চার তলা ভবন ও বটতৈল প্রাথমিক বিদ্যালয়ের নব নির্মিত ভবনের শুভ উদ্বোধন করেন কুষ্টিয়া সদর আসনের মাননীয় সংসদ ও বাংলাদেশ আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি। 
হাজার হাজার নারীদের স্বতস্ফূর্ত অংশগ্রহণে জনসভা হয়ে উঠে লোকারণ্য।

আবু আবদুল্লা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মীর আসাদুজ্জামানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুষ্টিয়া ৪ আসনের সাংসদ ব্যরিষ্টার সেলিম আলতাফ জর্জ, কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড শেখ হাসান মেহেদী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা,সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল হক প্রমুখ। অনুষ্ঠানের সার্বিকভাবে পরিচালনায় ছিলেন বটতৈল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজুরি রহমান মফিজ।প্রধান অতিথির বক্তব্যে মাহবুব উল আলম হানিফ বলেন আমাদের দেশের হাজার বছরের ঐতিহ্য  সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য আবারো মরিয়া হয়ে উঠেছে একাত্তরে পরাজিত শক্তি রাজাকার জামাততে ইসলামী, তাদের এ ধরনের অপতৎপরতা শক্ত হাতে দমন করা হবে, কোন ভাবেই কোন অপশক্তি অপ্রতিকর কোন কিছু করতে দেওয়া হবেনা, শেখ হাসিনা যতক্ষণ জেগে থাকবেন দেশের মানুষ অবশ্যই তত দিন সুখে শান্তিতে থাকবে। 


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com